• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
ঢাকা-১৭ উপনির্বাচন

হিরো আলমকে মারধর, আটক ২

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:০০ এএম

হিরো আলমকে মারধর, আটক ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। পুলিশের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালীন সময়ে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়।

এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে ওঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

ভোট শেষে হিরো আলমের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান। 

 

জেকেএস/
 

আর্কাইভ