• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিক্ষোভ-লাঠিপেটার পর চিকিৎসকদের ভাতা বাড়ল ৫ হাজার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০২:১৪ এএম

বিক্ষোভ-লাঠিপেটার পর চিকিৎসকদের ভাতা বাড়ল ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা ৫ হাজার টাকা বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এর আগে এই চিকিৎসকরা ২০ হাজার করে ভাতা পেতেন।

রোববার (১৬ জুলাই) রাতে সিটি নিউজ ঢাকাকে এই তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. পোস্টগ্রাজুয়েট আহমেদ।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা আপাতত পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এই মুহূর্তে এর চেয়ে বেশি বৃদ্ধি সম্ভব নয়। পরবর্তীতে এ সংকট কেটে গেলে আরও বাড়ানো সম্ভব হবে।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ