• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৬:০৬ পিএম

সংবিধান না মানলে দেশের নাগরিক না: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশের সংবিধান না মানলে তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দিয়েছেন। এ সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করব। যারা দেশের সংবিধান মানে না তাদেরকে বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয়। বিএনপি নেতারা অনেক কথাই বলছেন। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলেছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এবং কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবনসহ দলীয় নেতা-কর্মীরা। পরে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

 

জেকেএস/

আর্কাইভ