• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকায় অস্ট্রেলিয়ার নাগরিকদের দূতাবাসের সতর্কতা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০১:৫৬ এএম

ঢাকায় অস্ট্রেলিয়ার নাগরিকদের দূতাবাসের সতর্কতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি ও তৎপরতা বেড়ে যাওয়ার পর বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় হাইকমিশনের ফেসবুক পেজে এই সতর্কবার্তা দেয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়বে। জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল হতে পারে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলগুলো কোনো রকম সতর্কসংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।

এ কারণে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং চলাচলের সময় আশপাশে নজর রাখতে অস্ট্রেলিয়ার নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ