• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

১০ ঘণ্টায় ৪৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ১১:২৬ এএম

১০ ঘণ্টায় ৪৫ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা। শুক্রবার (২ জুলাই) রাতে ও শনিবার সকালে দুটি ভিন্ন ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা এসে পৌঁছায়। প্রতিটি প্লেনেই সাড়ে ১২ লাখ করে টিকা আসে।

এ দিকে চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তির আওয়তায় সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা এসেছে দেশে। শুক্রবার রাতে দুটি ভিন্ন ফ্লাইটে ১০ লাখ করে মোট ২০ লাখ টিকা দেশে পৌঁছেছে। এ নিয়ে গত ১০ ঘণ্টায় দেশে এসেছে ৪৫ লাখ করোনার টিকা।

বিমানবন্দরে টিকা গ্রহণের সময় পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব টিকা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হবে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের চারটি টিকা এল।

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, আগামী দুই দিনের মধ্যে মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে মোট ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসছে।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন।

এদিকে বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে বাংলাদেশ ২৫ লাখ মডার্নার টিকা পাবে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। যার জন্য গত ২৭ জুন ঔষধ প্রশাসন অধিদফতর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়।

ঔষধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। 
মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

গত বছরের নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে টিকা নিয়ে চুক্তি করে বাংলাদেশ সরকার। ওই সময় সেরাম থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে চুক্তি করা হয়। কিন্তু ভারত টিকা রফতানি বন্ধ করলে টিকা আসা বন্ধ হয়ে যায়। এরপরেই অন্য দেশ থেকে টিকা আনার জন্য তোড়জোড় চালায় বাংলাদেশ সরকার। 

তরিকুল/মামুন/এএমকে

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ