• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

’৭৫-পরবর্তী সরকার দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৬:০১ পিএম

’৭৫-পরবর্তী সরকার দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

’৭৫-পরবর্তী সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকরা ভালো কথা বলে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে তারা দেশের মানুষের কোনো উপকার করতে পারে না।

রোববার (৯ জুলাই) নিজ কার্যালয়ে ‍‍`প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪‍‍`-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড দেয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গবেষণার ওপর বেশি জোর দেয়া হয়েছে। শিক্ষাসহ বিভিন্ন বিভাগের গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যেসব বরাদ্দ দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য দেশ ও জনগণের উন্নয়ন করা।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ