• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাঁওতালদের দাবি আদায়ে সাহায্য করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০১:৫৪ এএম

সাঁওতালদের দাবি আদায়ে সাহায্য করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী সাঁওতালদের দাবি আদায়ে সরকার সব সময় সাহায্য করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর নটরডেম কলেজ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত ১৬৮তম ঐতিহাসিক ‘মহান সাঁওতাল বিদ্রোহ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাঁওতালরা বাংলাদেশের সম্পদ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন,  

প্রধানমন্ত্রী সব যৌক্তিক দাবি মেনে নেন। সাঁওতালদের দাবি আদায়ে সরকার সব সময় সাহায্য করবে।

আসাদুজ্জামান খান বলেন, ‘বিদ্যালয়ে সাঁওতাল ভাষা কেন শুরু হচ্ছে না সে বিষয়ে আলোচনা হওয়া দরকার।’

তিনি বলেন,  

উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ। শিক্ষায় পিছিয়ে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে। সাঁওতালদের সুখে-দুঃখে সব সময় পাশে আছে সরকার।

এ সময় রোহিঙ্গাদের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রোহিঙ্গারা দিন দিন আন্তর্জাতিক সংন্ত্রাসী হাবে পরিণত হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘সীমান্তে কিছু অরক্ষিত জায়গা আছে, সেখান দিয়ে মিয়ানমারের নাগরিকরা অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।’

‘তাই আন্তর্জাতিক ফোরামগুলোকে বলব তাড়াতাড়ি তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করুন’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বিএস/

আর্কাইভ