• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচর এলাকায় ‘বন্ধ’ রাখা হবে গ্যাস সরবরাহ

প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০২:১২ এএম

১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচর এলাকায় ‘বন্ধ’ রাখা হবে গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বিল পরিশোধ না করলে আগামী ১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের সোবহানবাগ অফিসের আওতাধীন কামরাঙ্গীরচর এলাকার গ্রাহকগণের বিপরীতে বিপুল পরিমাণ বকেয়া থাকায় আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সব বকেয়া গ্যাস বিল পরিশোধের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আগামী ১৭ জুলাই থেকে কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ প্রসঙ্গে ঢাকা মেট্রো রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক রশিদুল আলম বলেন, কামরাঙ্গীরচর এলাকায় বৈধ গ্রাহক রয়েছে ১২ হাজার। কিন্তু অবৈধ গ্রাহক আছে প্রচুর। বকেয়া আদায়ের লক্ষ্যে এর আগেও আমরা একবার গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলাম। এ দফায় যদি বকেয়া আদায় না হয় তাহলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

 

বিএস/

আর্কাইভ