• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
সাফ চ্যাম্পিয়নশিপ

কুয়েতকে হারিয়ে ভারত রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৫:২৮ এএম

কুয়েতকে হারিয়ে ভারত রেকর্ড নবমবার চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

মধ্যপ্রাচ্যের দল কুয়েতও পারলো না সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্যে ভাগ বসাতে। বরং তাদেরকে হারিয়ে ভারত নবমবারের মতো সাফে শিরোপা জয় করেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ম্যাচে ভারত ৫-৪ ব্যবধানে জয় পায়।

চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে গুরুত্বপূর্ণ সব ম্যাচই গড়িয়েছে ১২০ মিনিট সময় পর্যন্ত। তার মধ্যে ফাইনালসহ শেষ দুই ম্যাচই টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে। পুরো ম্যাচে সমান লড়াই জারি রেখেও শেষ পর্যন্ত পারলো না কুয়েত। টুর্নামেন্টে দু‍‍`দলের প্রথম দেখায় ভারতকে হারিয়ে গ্রুপসেরা হয়েছিল কুয়েত। তবে শিরোপার লড়াইয়ে নেমে তারা আর জয়রথ ধরে রাখতে পারেনি। ফলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সাফের সর্বোচ্চ নবম শিরোপা জিতেছে ভারত।

এর আগে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ থেকে দুই দল একটি করে গোল নিয়ে সমতা ধরে রেখেছিল। যা বজায় ছিল নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও। ফলে ১২০ মিনিটের খেলা শেষেও কুয়েত-ভারত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। পরবর্তীতে টাইব্রেকারে গড়ালে সেখানে একক আাধিপত্য দেখাতে পারেনি কোনো দল।

টাইব্রেকারের প্রথম পাঁচ শটের মধ্যে উভয় দলই ৪টি করে গোল করে। গোলরক্ষকের বাধায় রক্ষা পায় ভারত-কুয়েতের সমান একটি করে শট। পরবর্তীতে একটি করে শট নেয় দু‍‍`দল। প্রথম শটে ভারতীয়রা লক্ষ্যভেদ করলেও, কুয়েতের সামনে দেয়াল হয়ে দাঁড়ান টুর্নামেন্টজুড়ে দারুণ সব সেভ করা গুরপ্রীত। তার অসাধারণ সেই নৈপুণ্যে ভারতীয়রা শিরোপা জয়ের বাধভাঙা উল্লাসে মাতে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ