• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ন‌্যা‌মের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান বাংলা‌দেশ

প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০৬:১৮ পিএম

ন‌্যা‌মের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান বাংলা‌দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের জানুয়ারীতে উগান্ডায় বসবে জোট নিরপেক্ষ বা ন্যামের শীর্ষ সম্মেলন। আসন্ন সম্মেলনকে সাম‌নে রেখে আজারবাইজানের বাকুতে চলমান মন্ত্রী পর্যায়ের বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলা‌দেশ।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ন‌্যা‌মের সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক হিসেবে গত ৩ জুলাই থে‌কে আগামী ৬ জুলাই পর্যন্ত আজারবাইজানের বাকুতে সিনিয়র অফিসিয়াল মিটিং এবং মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী পর্যায়ে বৈঠকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এ কর্মকর্তা ব‌লেন, আগামী বছরের ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী উগান্ডায় ন্যামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হ‌বে। স‌ম্মেল‌নে যোগ দেবে বাংলা‌দেশ। ওই স‌ম্মেল‌নে দক্ষিণ সুদান ন‌্যা‌মের নতুন সদস্য হবে বলে আশা করা হচ্ছে।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ