• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইসি কর্মকর্তা শফিকুলের লঘুদণ্ড থেকে অব্যাহতি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০২:১৬ এএম

ইসি কর্মকর্তা শফিকুলের লঘুদণ্ড থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘অসদাচরণ’ এবং ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগে লঘুদণ্ডপ্রাপ্ত নির্বাচন কমিশন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে চলমান শাস্তি থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির আদেশক্রমে এ অব্যাহতি দিয়েছে ইসি।

সোমবার (৩ জুলাই) নির্বাচন কমিশনের ওয়েব সাইটে ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতির বিষয়টি জানায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
 
আদেশে বলা হয়, ‘যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) এর বিরুদ্ধে স্মারক নং-১৭.০০.০০০০.০৮৩,২৭.০১৮.২২-১৬৯, তারিখ: ১৯ এপ্রিল ২০২২ মূলে বিভাগীয় মামলা নং-০৯/২০২২ রুজু করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী আনীত “অসদাচরণ” এবং বিধি ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগের পরিপ্রেক্ষিতে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী স্মারক নং-১৭.০০,০০০০,০৮৩,২৭.০১৮,২২-৩৭২, তারিখ: ২১ নভেম্বর ২০২২ মূলে তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ করা হয়। অর্থাৎ তিনি বর্তমান ৯ম গ্রেডে ৩৯ হাজার ৫৭০ টাকা বেতন আহরণ করেন। তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তার মূল বেতন ৯ম গ্রেডের নিম্নতর ধাপ তথা ২২ হাজার টাকায় স্থায়ীভাবে অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড দেওয়া হয়।

আদেশে আরও জানানো হয়, যেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ) ওই দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডাদেশ মওকুফ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গত ২০ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি বরাবর আপিল আবেদন করেন। মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ হয়ে তার আপিল আবেদন বিবেচনা করে আপিল আবেদন মঞ্জুর করে দণ্ডাদেশ বাতিল করেন।

সেহেতু, মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, লামা, বান্দরবান (প্রাক্তন উপজেলা নির্বাচন অফিসার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ)-কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ২(ঘ) অনুযায়ী তার বেতন স্থায়ীভাবে ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপে’ অবনমিতকরণ সংক্রান্ত লঘুদণ্ড বাতিলপূর্বক ওই বিভাগীয় মামলায় বর্ণিত অভিযোগের দায় হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ