• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি

প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৮:৪১ পিএম

লালমনিরহাটে বিপৎসীমার ওপরে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (৩০ জুন) সকাল থেকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তা নদীর পানি বিপৎসীমা ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিংগীমারী, সিন্দুর্না, আদিতমারী উপজেলার মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নে নদীতীরবর্তী এলাকার পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে।


লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সতর্ক করার পাশাপাশি সব প্রকার দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ