• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী সৌদি

প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৭:১৮ পিএম

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী সৌদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের এগিয়ে যাওয়ায় উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

হজ পালনে সৌদি আরব সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুন) মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি যুবরাজ এ কথা জানান।

সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা।

ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্নক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ।
 


এ সময় সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা করেন, বাংলাদেশের জনগণ চায় সৌদি আরবের নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির দিক দিয়ে বিশ্ব মুসলিম উম্মা আগামীতে আরও এগিয়ে যাবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, শুভেচ্ছা বিনিময়কালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন।
 
বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়ে সৌদি যুবরাজ জানান, একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে তিনি বাংলাদেশ সফর করতে চান, যাতে করে ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রটি আরও প্রশস্ত হয়।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ