• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেক ও পঙ্গু হাসপাতালে দেড়শ’র বেশি রোগী

প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০১:১৫ এএম

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেক ও পঙ্গু হাসপাতালে দেড়শ’র বেশি রোগী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পশু কোরবানি করতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দেশ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৬০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে বেশিরভাগই গরুর শিংয়ের আঘাতে বা ছুরি চালাতে গিয়ে আহত হয়েছেন।

অপর দিকে সকাল থেকে পঙ্গু হাসপাতালে শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

তারাও কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। এদের মধ্যে কয়েকজনের পশু জবাই করতে গিয়ে আঙুলও কাটা পড়েছে।

পঙ্গু হাসপাতাল যা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) নামে পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।

 

জেকেএস/

আর্কাইভ