প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৬:০৪ এএম
আজ পবিত্র ঈদুল আযহা। বাংলাদেশের মুসলমানরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা পালন করছে।
পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আযহা পালনের জন্য কয়েক লাখ রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন। এরই মধ্যে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি, আধা- সরকারী ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্ব ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে লাগানো হয়েছে। সরকারিভবনসমূহের পাশাপাশি বড় বড় বাণিজ্যিক ভবনে আলোক সজ্জা করা হয়েছে।
ঈদ উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। গত কয়েকদিন ধরে ঈদের জামাতের জন্য ঈদগাহ সাজানো হয়েছে। বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়। আটটায় দ্বিতীয় জামাত। সকাল ৯টা ও ১০টায় যথাক্রমে তৃতীয় ও চর্তুথ জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম জামাতের সময় বেলা ১০.৪৫ মিনিট।