• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৭:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৮ জুন) সকালে উপজেলার বুধন্তী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে। অপর নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার সকালে ওই স্থানে হবিগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

আহত হয় আরও তিনজন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন। ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা পুলিশ জব্দ করেছে।


এডিএস/

আর্কাইভ