• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, থাকবে দিনভর

প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৭:১০ পিএম

ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, থাকবে দিনভর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আষাঢ়ের বর্ষণে ভিজছে রাজধানী ঢাকা। ভোর থেকেই রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, কখনও কখনও ভারী বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের ২০টি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা দিনভর চলতে পারে। এতে সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

বুধবার (২৮ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির সিটি নিউজ ঢাকাকে বলেন, সকাল ৬টার থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন রাজধানীতে কখন মাঝারি কখনও ভারী বৃষ্টিপাত হবে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

তিনি জানান, বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন দেশের সব জেলাতেই মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে। কাল উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করবে।   

বুধবার সন্ধ্যা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০টি জেলায় ঝড়-বৃষ্টির হতে পারে। দেশের নদীবন্দর এবং উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরে ঝড়ের আশঙ্কা থাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়া যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সৈয়দপুরে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াম ছিল কুতুবদিয়ায়।

 

বিএস/

আর্কাইভ