• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দ্বিতীয় দিনে বের হয়ে মিরপুরে আটক ৩০

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৮:৪৪ পিএম

দ্বিতীয় দিনে বের হয়ে মিরপুরে আটক ৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ অমান্য করায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।  বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার ( জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুল থানাসহ অন্যান্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লকডাউনের (বিধিনিষেধ) নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে আটক করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার বিধিনিষেধের প্রথম দিন রাজধানীতে পাঁচ শতাধিক জনকে আটক করা হয়। অনেককে মামলা দেয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানাও। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি কাজ করছে।

এর আগে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জসহ সব ইউনিট প্রধানদের নির্দেশনা দেন আইজিপি।

বিষয়ে একইদিন সকালে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে গ্রেফতার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

ইফাত/নির্জন

আর্কাইভ