• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঈদযাত্রায় উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০৫:২৮ পিএম

ঈদযাত্রায় উত্তরবঙ্গের মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদযাত্রায় সোমবার (২৬ জুন) ভোর থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন জেলামুখি যানবাহনের চাপ বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বেড়ে যায় এ মহাসড়কে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের ভোগান্তি ছাড়াই অনেকটা স্বস্তিতেই ফিরতে পারছেন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষেরা। যাত্রীবাহী বাস ছাড়াও খোলা ট্রাকে করে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে করেও অনেকে বাড়ি ফিরছে।

এদিকে সোমবার ভোররাত থেকেই উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি লেনে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায়। এতে নলকা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় অনেকটা থেমে থেমে ধীর গতিতে চলাচল করতে হয় চালকদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কমলে স্বাভাবিক হয় এ পথে যান চলাচল।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ঈদযাত্রায় যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এবার যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

জেকেএস/

আর্কাইভ