• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
সংসদে প্রধানমন্ত্রী

এটাই আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট কি না, সিদ্ধান্ত নেবে জনগণ

প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০২:৩০ এএম

এটাই আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট কি না, সিদ্ধান্ত নেবে জনগণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের শেষ বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ সামনের দিনেও এমন সুযোগ করে দেবে এমনটাই প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‌‘বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট; তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে।’

এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যায় প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি বিশ্বে এখনও ৩৫তম অবস্থানে। অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার।

রিজার্ভের অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়েই রিজার্ভে টান পড়েছে। 

 

জেকেএস/

আর্কাইভ