• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বিক্রি করব’

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১১:১৬ পিএম

‘প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বিক্রি করব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটি কমিয়ে দিয়েছিলাম। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানি করে কম দামে বাজারে বিক্রি করব।

রোববার বেলা সাড়ে ১১টায় মন্ত্রী তার নিজ উপজেলা শান্তিগঞ্জে স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন।  


বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উসকানি দিয়ে যাচ্ছে। উসকানি দিয়ে লাভ হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু প্রমুখ। অতিথিদের বক্তব্য শেষে উপজেলার ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১২৭০ টাকা করে মোট ৫ লাখ টাকা তুলে দেন মন্ত্রী।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ