• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের প্রাণদণ্ড

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৬:১৬ পিএম

মানবতাবিরোধী অপরাধ: যশোরের ৪ জনের প্রাণদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় যশোরের বাঘারপাড়ার বহুল আলোচিত আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির প্রাণদণ্ড হয়েছে। 

 

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাদের বিরুদ্ধে এ রায় দেন। 

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।

আমজাদ হোসেন ছাড়া প্রাণদণ্ড পাওয়া অন্য তিন আসামি হলেন- মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা।

এদিন সকাল ১০টা ৩৫ মিনিটে রায় পড়া শুরু হয়। এটি ট্রাইব্যুনালের ৫২তম রায়।  

রায় ঘোষণাকালে এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি মো. আমজাদ হোসেন মোল্লা আসামির কাঠগড়ায় বসা ছিলেন।

এর আগে গত ২১ জুন মানবতাবিরোধী অপরাধ মামলায় মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

গত ১১ মে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামিরা হলেন— মো. আমজাদ হোসেন মোল্লা, মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস, মো. ফসিয়ার রহমান মোল্লা ও মো. নওশের বিশ্বাস। 

 

বিএস/

আর্কাইভ