• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১০:৫৯ পিএম

ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক ভাতাগুলো থাকবে কি থাকবে না, সেটা নৌকায় ভোট দিলেই সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জাহিদ মালেক বলেন, পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি থাকবে না। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে অপপ্রচার করেছে। তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মনুষ হত্যা করেছে।
 
তিনি বলেন, যুদ্ধের কারণে বহির্বিশ্বের মতো বাংলাদেশও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আস্তে আস্তে দাম কমছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ