• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বায়তুল মোকাররমে অসচেতন মুসল্লি

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৪:০১ পিএম

বায়তুল মোকাররমে অসচেতন মুসল্লি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন আজ। শুক্রবার হওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য দিনের তুলনায় আজ মুসল্লিদের উপস্থিতি ছিল কম। তবে যারা ছিল তাদের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা দেখা গেছে। মানা হয়নি শারীরিক দূরত্বও।

শুক্রবার (২ জুলাই) জুমার জামাতের সময় সরেজমিনে উপস্থিত থেকে দেখা যায়, স্বাভাবিকের তুলনায় মুসল্লি অনেক কম। তবে উপস্থিত সিংহভাগের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। শারীরিক দূরত্বও মানেননি অনেকে। 

লোক কম হওয়ায় মসজিদে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও কেন শারীরিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করা হলো না? এ নিয়ে খোদ মুসল্লিদের মধ্যেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন শুধুমাত্র স্বাস্থ্যবিধি মানার অনীহার কারণেই আমাদের দেশ করোনা পরিস্থিতিতে একটি ভয়াবহ সময়ের মধ্যে পতিত হতে যাচ্ছে।

দুপুর ১টা ৪০ মিনিটে জুমার জামাত শুরু হলেও বায়তুল মোকাররমের প্রথম তলা ও দ্বিতীয় তলায় তুলনামূলকভাবে অল্পসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। স্বাভাবিক সময়ের থেকেও কম সময়ে নামাজ ও মোনাজাত শেষ করেন খতিব সাহেব। খুতবায় করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বক্তব্য দেন এবং মোনাজাতে করোনা পরিস্থিতি থেকে পৃথিবী যেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে—আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এমন দোয়া করা হয়।

সাগর/সবুজ/এএমকে
আর্কাইভ