• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
ঢাকা-১৭ উপনির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ০৮:৫৭ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনে (গুলশান-বনানী-ভাষানটেক-সেনানিবাস) উপনির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, ‍‍`মোট চারটি আপিলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং জাকের পার্টির কাজী মোহাম্মদ ইয়াসিদুল হাসানের আপিল মঞ্জুর হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা ও শেখ আসাদুজ্জামান জালালের আপিল নামঞ্জুর হয়েছে।‍‍`

হিরো আলমের আপিল প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‍‍`প্রথমটা (হিরো আলমের) গৃহীত হয়েছে মাইনর ইরোর হিসেবে। এক শতাংশ ভোটার রিটার্নিং কর্মকর্তার দফতরে যোগাযোগ করে স্বাক্ষর করলে সেই তিনজনকে সঠিক পেয়েছে কমিশন। তাই মাইনর ইরোর হিসেবে আপিলটা মঞ্জুর করেছে।‍‍`

এর আগে, রোববার (১৮ জুন) ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো আলম ও কাজী মোহাম্মদ ইয়াসিদুল হাসানসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।


মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন: জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞা, স্বতন্ত্র প্রার্থী আবু আজম খান, স্বতন্ত্র প্রার্থী মুসাউর রহমান খান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল।

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ