• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৭:১০ পিএম

২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম, অত্যাধুনিক ও স্মার্ট বাহিনী।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমার অধিকারে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কোনো মনোযোগ ছিল না। তারপরও বিরোধী দলে থাকা অবস্থায়ই কোস্টগার্ড আইন পাসে সেই সময়ে বিএনপি সরকারকে বাধ্য করেছিল আওয়ামী লীগ।


তিনি বলেন, সমুদ্রবন্দরের নিরাপত্তা এবং সমুদ্রসম্পদ রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা খুবই কার্যকরী। এ বাহিনীকে বিশ্বমানের উপকূল রক্ষাবাহিনীতে পরিণত করা হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কোস্টগার্ডকে কাজ করতে হবে।
 
সরকারপ্রধান বলেন, সমুদ্রসম্পদকে আর্থসামাজিকভাবে কাজে লাগানো ও এর নিরাপত্তায় ২০২৬-৩০ সালের মধ্যে এ বাহিনীতে আরও নতুন নতুন নৌযান যুক্ত করা হবে। ২০৪১ সালের মধ্যে কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ণ একটি স্মার্ট বাহিনী।

দেশের বর্তমান অবস্থা তুলে শেখ হাসিনা বলেন, টানা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন চলমান রয়েছে। এ অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আর সুনির্দিষ্ট পরিকল্পনা থাকায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ