• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৭:৪৪ পিএম

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

মঙ্গলবার (২০ জুন) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। 

জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে মূল বক্তব্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৫টি মার্কেটের প্রায় ৩ হাজার দোকান আগুনে পুড়ে যায়। অন্যদিকে ১৫ হাজার দোকান শ্রমিক কর্মচারী কর্মসংস্থান হারায়। বিগত ঈদুল ফিতরের মতো আসন্ন কোরবানির ঈদেও বেতন-ভাতা ও বোনাস ছাড়া ঈদ কাটাবেন তারা। দোকান মালিকেরা প্রধানমন্ত্রীর দপ্তর, মেয়র, মন্ত্রী, বণিক সমিতি এবং বিভিন্ন সংস্থা থেকে ব্যবসার জন্য দফায় দফায় কোটি টাকা সহায়তা পেলেও ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ১ টাকাও ক্ষতিপূরণ পায়নি। দোকান মালিক সমিতি সারা দেশের দোকান মালিকদের পক্ষ থেকে কত টাকা সহযোগিতা করেছেন, সেটাও প্রকাশ করেনি। আমরা চাই অবিলম্বে তা প্রকাশ করা হোক এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারীদের সহায়তা করা হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, হযরত আলী মোল্লা, পরেশ মজুমদার, মো. দিদার হোসেন, বাবুল ব্যাপারি, সিমা আক্তার, লোকমান আলী, কুলসুম আক্তার প্রমুখ।

সমাবেশ শেষে সংগঠনের ৫ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ৬ হাজার ৬০৩ জন ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীর তালিকাসহ একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ঈদের আগেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে যথাযথ সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।

 

 

আর্কাইভ