• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৮:৫৭ পিএম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক ফোরাম এ মানববন্ধন করে।

সোমবার (১৯ জুন) সকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম।


এ সময় সংগঠনের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর ড. মো. নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর সাদিকুর রহমান, প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম  প্রমুখ।

অবিলম্বে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী স্বাধীনতাবিরোধী চক্রের ওই দুর্বৃত্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ