প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৬:৩৩ পিএম
এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেন, জঙ্গিরা চুপ করে বসে নেই। জঙ্গিবাদ শেষ হয়ে গেছে এমনটি ভেবে চিত্ত হবারও কিছু নেই। আমরা দেখছি জঙ্গিরা সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ রকম সক্রিয় রয়েছে। এন্টি টেরোরিজম ইউনিটের সাইবার অনলাইন পেট্রোলিংয়ে তা উঠে এসেছে।
`উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা` শীর্ষক কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।
সোমবার(১৯ জুন) সকালে রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপি এ কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন অভিযান ও অনলাইন পেট্রোলিংয়ের মাধ্যমে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ভয়াবহ। আসলে জঙ্গিরা বসে নেই। আমরা আপাতত শান্তিতে আছি বলে জঙ্গিরা শেষ হয়ে গেছে এমনটা মনে করার কোনো কারণ নেই।
তিনি বলেন, অনলাইনে জঙ্গিদের কার্যক্রম, কীভাবে একজন তরুণ জঙ্গিবাদে জড়াচ্ছে তার বিপদ, ভয়াবহতা না বুঝেই জনসাধারণকে সচেতন করার সুযোগ গণমাধ্যমকর্মীদের আছে।
বিস্তারিত আসছে...
বিএস/