• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অটোয়ার মেয়রের সঙ্গে হাইকমিশনার খলিলুর রহমানের সাক্ষাৎ

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৬:২৭ পিএম

অটোয়ার মেয়রের সঙ্গে হাইকমিশনার খলিলুর রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডার রাজধানী অটোয়ার মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান।

শুক্রবার (১৬ জুন) অটোয়ায় মেয়রের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত খলিলুর রহমান এক টুইট বার্তায় জানান, সৌজন্য সাক্ষাতে তারা অটোয়ার সিটি হলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং আগামীতে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, কানাডার বাংলাদেশ হাইকমিশন অটোয়া শহরে বৈচিত্র্য এবং বাঙালি সংস্কৃতির প্রচারের জন্য সিটি হল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

 

বিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ