• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ফখরুল মঞ্চে উঠতেই ফের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১২:৪৭ এএম

ফখরুল মঞ্চে উঠতেই ফের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছেন বিএনপি নেতারা। এক মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও হত্যার হুমকি দিয়েছেন দলটির আরেক নেতা।

রাজশাহীর পর এবার সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে ওঠার সময়ই জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

এ অভিযোগে রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন দাস।

ওসি জানান, শুক্রবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে ওঠার সময় তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে  বলেন, ‘এ লড়াই হাসিনা মারার, এ লড়াই আওয়ামী লীগ মারার।’

সুমন দাস আরও জানান, পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগানটি ভাইরাল হয়। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলার পর শুক্রবার রাতেই তার নিজ বাসভবন ধানবান্ধি থেকে রঞ্জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছিলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। এবার এক দফা। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

এ ঘটনার পর সারা দেশে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। গত ২৫ মে চাঁদকে গ্রেফতার করে রাজশাহী পুলিশ। এরপর ৯ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

জেকেএস/
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ