• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নন-ক্যাডার পদে নিয়োগে নতুন বিধিমালা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১২:৪৩ এএম

নন-ক্যাডার পদে নিয়োগে নতুন বিধিমালা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সংশোধিত বিধিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধিত বিধিমালায় বলা হয়, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ যেসব বিসিএস পরীক্ষার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়ে উল্লেখ ছিল, কিন্তু নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সেক্ষেত্রেও সংশোধিত বিধিমালায় প্রদত্ত সুবিধাদি কার্যকর হবে।

কমিশন সূত্রে জানা যায়, বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে ২০১০ সালের বিধি ২০১৪ সালে সংশোধন করা হয়। এতে বলা ছিল, বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ থাকবে।

তবে ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি। এ জন্য সরকার বিধি সংশোধন করে ৩৪তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার নিয়োগের বৈধতা দিয়েছিল।

এবার নতুন বিধিমালায় ৩৫তম থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের বৈধতা দেওয়া হলো।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ