• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০১:৩৪ এএম

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহায় মানুষের ভোগান্তি কমাতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে কমিটির এক সভা শেষে এ তথ্য জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সুপারিশ গৃহীত হলে ঈদের ছুটি হবে চারদিন।

এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

এছাড়া কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছে কমিটি। সভায়  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

 

জেকেএস/

আর্কাইভ