• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
খুলনা সিটি নির্বাচন

ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট যাচ্ছে, অভিযোগ আউয়ালের

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৮:১৭ পিএম

ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট যাচ্ছে, অভিযোগ আউয়ালের

খুলনা প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন।

সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল আউয়াল বলেন, ‘পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে, খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্রে হাতপাখায় ভোট দিলে নৌকায় যাচ্ছে। এটি বড় সমস্যা।’

তবে অভিযোগের পাশাপাশি, ভোটের পরিবেশ ভালো রয়েছে এবং এমন পরিবেশ থাকলে মানুষ ভোট দিতে আসবে বলেও মনে করেন তিনি।


তিনি আরও বলেন, ‘সব কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট আছে। কোনো ষড়যন্ত্র না হলে আশা করছি বিপুল ভোটে জয়লাভ করব। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, ফলাফল যা হয় তা মেনে নেব।’

এর আগে, সকাল ৮টায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যানুযায়ী, খুলনায় এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন: আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

খুলনা সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

 

এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ