• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০২:৫৬ এএম

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন পুলিশের আট কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন নিয়োগ শাখার উপসচিব আলমগীর কবির সাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের ২১ মে তারিখের সভার (২০২৩ সালের ১৪তম সভা) সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম হলেন ১২ তম ব্যাচের । ১৮ তম ব্যাচ থেকে যারা পদোন্নতি পেয়েছেন

তারা হলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম।

২০ তম ব্যাচ থেকে যারা ডিআইজি হয়েছেন তারা হলেন, সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ