• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম

প্রকাশিত: জুন ১১, ২০২৩, ০৮:১৬ পিএম

বরিশাল সিটি নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন রোববার ( ১১ জুন) ভোট কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিতরণ করা হচ্ছে। এদিন দুপুরে নগরীর শিল্পকলা একাডেমি থেকে আনসার সদস্যদের ইভিএম মেশিন নিয়ে বিভিন্ন কেন্দ্রে যেতে দেখা গেছে।

এবারই প্রথম এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।  

রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এই নির্বাচনে ভোট কেন্দ্র থাকছে  ১২৬টি, আর ভোটকক্ষ ৮৯৪টি।  ১ হাজার ১৪৬টি সিসি ক্যামেরার অআওতায় থাকবে পুরো নিবার্চন প্রক্রিয়া। ইভিএম মেশিন লাগবে ৮৯৪টি। তবে প্রস্তুত রাখা হয়েছে দেড় হাজারেরও বেশি। প্রতিটি কেন্দ্রে চাহিদার তুলনায় বেশি ইভিএম রাখা হবে। যাতে কোথাও ত্রুটি দেখা দিলে তা পরিবর্তন করা যায়।


নির্বাচনে প্রায় ৩ হাজার প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার কাজ করবেন বলেও জানান তিনি।
 
এই নির্বাচনে সাত মেয়রপ্রার্থী, ৩০টি ওয়ার্ডে ১১৮ সাধারণ ও ৪২ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি, বিএনপি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।

সোমবার (১২ জুন) বরিশাল সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।


এডিএস/

আর্কাইভ