• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১৫ দিনের মধ্যে বিদ্যুতের সমাধান হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৯:৪৯ পিএম

১৫ দিনের মধ্যে বিদ্যুতের সমাধান হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোডশেডিং সমস্যা সাময়িক মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশ্ব সমুদ্র দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সুবিধা পেয়ে মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন মসজিদ, মন্দিরে বাসা বাড়িতে এসি চালায়। এখন দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আছে। ১৪ বছর আগেও এগুলা ছিল না। তাহলে কি আমরা ভুল করেছি? না আমরা ভুল করিনি। এই বিদ্যুৎ অসুবিধা সাময়িক। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা বিদ্যুৎ দেবে বলে খাম্বা লাগিয়েছে। কিন্তু দেয়নি। আমরা দিয়েছি বিদ্যুৎ। এখন বিশ্ব মন্দার প্রভাবে সমস্যা হচ্ছে। কিছু দিনের মধ্যেই ঠিক হবে। আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। জনগণকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।
 


নির্বাচন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যেসব দেশের কাছে ধরনা দেয় সেসব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেই গণতান্ত্রিক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা আছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনিই কথা বলবেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর মো. রাকিবুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান প্রমুখ।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ