প্রকাশিত: জুন ৮, ২০২৩, ১২:১৪ এএম
তীব্র তাপপ্রবাহ আর ঘনঘন লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুৎ নিয়ে কিছুটা সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, আগামী দুয়েকদিনের মধ্যেই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বুধবার (৭ জুন) বিআইসিসি`তে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেয়া বিদ্যুতে, ইন্টারনেটে, এসিরুমে বসে আমাদেরই সমালোচনা করা হয়৷ আমরা জানি কখন কোন সিদ্ধান্ত নিতে হয়৷ কখন কোন কথা বলতে হয়৷ ১০-১৫ দিনের মধ্যে পরিস্থিতির (বিদ্যুৎ) উন্নতি হবে৷ অতিরিক্ত গরমে মানুষের কষ্ট বুঝতে পারছি আমরা৷’
তিনি বলেন, খালেদা-তারেক জিয়ার অগ্নিসন্ত্রাসের শিকার দেশের মানুষ৷ বিএনপির দুঃশাসন কী ভুলে গেছেন, দেশবাসী?
প্রধানমন্ত্রী আরও বলেন, আন্দোলন-সংগ্রাম করে নাকি আমাদের সরকারকে উৎখাত করবে৷ তারা যদি এখন সংঘাত করে৷ তাহলে আমেরিকাই তো তাদের ভিসা বন্ধ করে দেবে৷ আমি বলে দিয়েছি, তারা যেভাবে খুশি আন্দোলন করে করুক৷ কোনো বাধা যেনো না দেয়া হয়৷ তারা ভেবেছে, বিদেশিরা তাদের নাগরদোলায় করে ক্ষমতায় বসিয়ে দেবে৷ আসলে বাইরের শক্তি তাদের ব্যবহার করবে৷ কিন্তু ক্ষমতায় বসতে দেবে না৷ ক্ষমতায় কোনো দলকে বসাতে পারে শুধুমাত্র জনগণ৷
তিনি আরও বলেন, যতোই দেশি-বিদেশি চাপ আসুক৷ বাংলাদেশের মানুষ তাতে নতি স্বীকার করবে না। আমরাই আমাদের নাগরিকদের ভোটের অধিকারের সুরক্ষা দেবো৷
‘বিএনপি তো ভোট চোর না৷ তারা তো ভোট ডাকাত,’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দুই দুইবার ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছিল৷ শুনে আমার হাসি পায়, ওরা আবার গণতন্ত্রের কথা কয়।
তিনি বলেন, কোন গণতান্ত্রিক ধারায় জন্ম হয়েছিল বিএনপির? তারা এখন মুখে গণতন্ত্রের কথা বলতে বলতে অস্থির৷ অবৈধভাবে ক্ষমতা দখল করে, হ্যাঁ-না ভোট করে তা বৈধ করেছিলেন জিয়াউর রহমান৷ ভোট কারচুপির সূচনা হয়েছে বিএনপির মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে ক্ষমতায় বসেছে৷ জনগণ সঙ্গে থাকলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয়নি।
জেকেএস/