• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চট্টগ্রাম থেকে ৭ তক্ষক উদ্ধার, আটক ৫

প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৮:১১ পিএম

চট্টগ্রাম থেকে ৭ তক্ষক উদ্ধার, আটক ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় ৭ তক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৫ জুন) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরার কিং অফ কুমিরা কনভেনশন হলের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), জাহাঙ্গীর আলম (৪৭) ও মুক্তার হোসেন (৪৫)।

চট্টগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ সিটি নিউজ ঢাকাকে বলেন, রাঙ্গামাটি থেকে তক্ষকগুলো সংগ্রহ করা হয়েছে। প্রথমে একটি টিম এগুলোকে চট্টগ্রাম পৌঁছে দেয়। এরপর চট্টগ্রাম থেকে আরেকটি টিম ঢাকা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সীতাকুণ্ডে বিশেষ চেকপোস্ট বসিয়ে তক্ষকগুলো উদ্ধার ও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, তক্ষকগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হৃয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ