• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার ‘ফেলে পালানো পাচারকারী’

প্রকাশিত: জুন ৫, ২০২৩, ১০:৪৪ পিএম

যশোর সীমান্তে ২৬ স্বর্ণের বার ‘ফেলে পালানো পাচারকারী’

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে দুই চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (০৫ জুন) সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার কাবিলপুর ক্লিনিক মোড়ে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।


যশোর ৪৯ বিজিবি‍‍`র লেফটেন্যান্ট কর্নেল হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চৌগাছা সীমান্তের কাবিলপুর ক্লিনিক মোড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এরপর সকাল ৯ টার দিকে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে থামতে বললে তারা দৌড় দেয়। ধাওয়া দিলে একটি প্যাকেট ফেলে তাদের একজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা শূন্য লাইন থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।

হাসান জামিল আরও জানান, প্যাকেটটি থেকে তিন কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য তিন কোটি দুই লাখ ৩০ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ চৌগাছা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ