• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাঁশি বাজিয়ে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৫:৩১ পিএম

বাঁশি বাজিয়ে ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অপেক্ষার পালা শেষ হলো। চিলাহাটি-ঢাকা রেলপথে আরও একটি নতুন ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাঁশি বাজিয়ে ওই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি।

২০০৭ সালে সৈয়দপুর-ঢাকা ক্যান্টনমেন্ট পথে প্রথমবারের মতো একটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ট্রেনটির নাম ‘নীলসাগর এক্সপ্রেস’। চিলাহাটি এক্সপ্রেসটি হচ্ছে নীলসাগরের ২য় র‌্যাক (বহর)। ১১টি কোচ দিয়ে ট্রেনটি সাজানো হয়েছে।

আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকেল সোয়া ৩টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে। আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ