• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ১০:৩৮ পিএম

মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈরি সম্পর্কের মধ্যেও মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য ১২০ টন ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশে। জরুরি ভিত্তিতে পাঠানো ত্রাণের মধ্যে খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে।

শনিবার (৩ জুন) নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। ৭ জুন জাহাজটির ইয়াঙ্গুনে পৌঁছার কথা রয়েছে। 


আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের নাগরিকদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তাসহ ত্রাণ সামগ্রী নিয়ে গেছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।
 
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে মিয়ানমারে প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য, ত্রাণ ও অন্যান্য সাহায্য দরকার।

গত ১৪ মে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা।


এডিএস/

আর্কাইভ