• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন হত্যা মামলার আসামিও রয়েছেন।

শুক্রবার (২ জুন) রাতের এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের জেলা শাখার আভিযানিক দল।

শনিবার (৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
 


পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। কুমিল্লা থেকে আনা মাদকের এই চালানটি ঢাকা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা ছিল বলে আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

একই রাতে রূপগঞ্জ উপজেলার মাসাবো এলাকা থেকে একটি বিদেশি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ শাওন নামে এক যুবককে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের জেলা শাখার আভিযানিক দল। গ্রেফতার শাওন গত ৩০ মে রূপগঞ্জের বরপা এলাকায় নামধারী ছাত্রলীগ ও নামধারী যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত বিল্লাল হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেফতার চার মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।


এডিএস/

আর্কাইভ