• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমিও গরীবের সন্তান ছিলাম, কষ্টটা বুঝি: অর্থমন্ত্রী

প্রকাশিত: জুন ২, ২০২৩, ০২:৪৫ এএম

আমিও গরীবের সন্তান ছিলাম, কষ্টটা বুঝি: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাউকে গরিব করে কিছু অর্জন করতে চান না, সবার জন্যই বাজেটটা করতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আমিও গরীবের সন্তান ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।’

বৃহস্পতিবার (১ জুন) রাজধানীর গুলশানের বাসা থেকে জাতীয় সংসদে বাজেট পেশ করার উদ্দেশ্যে বের হওয়ার পর অল্প সময়ের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘পথ যত কঠিনই হোক, সবার জন্য ভালো একটি বাজেটই উপহার দিতে চাই। বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই। আমিও গরীবের সন্তান ছিলাম। একসময় আমি গরিব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের। কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবাইকে নিয়ে সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। আমি একা নিজের জন্য বাজেট দিচ্ছি না; এ বাজেট এই দেশের সব মানুষের, যেখানে আপানারাও আছেন।’

বিশ্বে কঠিন এক সময় যাচ্ছে, অর্থনীতির নানা সংকটে আছে। এর থেকে উত্তরণে বাজেটে কী থাকছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেয়াই হচ্ছে আমাদের কাজ। আর বাজেট ফিক্সড কিছু না। এখানে অনেক এলাকা আছে যেগুলো আমরা সময়মতো টেককেয়ার করতে পারি।’

বাজেটে কী লক্ষ্যমাত্রা অর্জন করতে চান– এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগে যা অর্জন করেছি সেটা করেছি। কোভিড মহামারিতে সারা বিশ্ব বসে গেল। আমাদেরকেও বলা হলো যে আমরা বসে যাব। কিন্তু আমরা বসে যাইনি। আমরা আমাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে গেছি। আমি মনে করি, এবারও আমরা অর্জন করব। আমরা ঠকব না, হারব না এবং এ দেশের মানুষকে আমরা হারাব না।’

এরপর বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। যা তার পঞ্চম বাজেট ঘোষণা।

‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ