• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে গ্রামীণ উন্নয়নে পর্যটনবিষয়ক কর্মশালা

প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৮:৫৭ পিএম

পঞ্চগড়ে গ্রামীণ উন্নয়নে পর্যটনবিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটনব্যবস্থাকে আরও উন্নত করতে প্রশাসনের পাশাপাশি, থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পর্যটন নগরীখ্যাত তেঁতুলিয়ার পর্যটনকে আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ পর্যটকদের টানতে ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারমান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ওসি সিরাজুল ইমলাম, তথ্য ও যোগাযোগ অধিদফতর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকারসহ অনেকে।


এডিএস/

আর্কাইভ