প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৮:৫৭ পিএম
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটনব্যবস্থাকে আরও উন্নত করতে প্রশাসনের পাশাপাশি, থানা পুলিশ, টুরিস্ট পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গ্রামীণ উন্নয়নে পর্যটনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পর্যটন নগরীখ্যাত তেঁতুলিয়ার পর্যটনকে আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ পর্যটকদের টানতে ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ওসি সিরাজুল ইমলাম, তথ্য ও যোগাযোগ অধিদফতর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকারসহ অনেকে।
এডিএস/