• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থ বরাদ্দের দাবি

প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৮:৪১ পিএম

বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (১ জুন) সকালে ‍‍`স্তব্ধ কর্মসূচি‍‍` শেষে এ দাবি জানানো হয়। এর আগে রংপুর মহানগরীসহ পাঁচ জেলার ২৯টি পয়েন্টে পাঁচ মিনিটের ‍‍`স্তব্ধ কর্মসূচি‍‍` পালন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বেলা ১১টা থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত সব ধরনের গাড়ি বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

রংপুর মহানগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, বঙ্গবন্ধু চত্বর, কাচারি বাজার, টাউনহলের সামনে, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগ, পার্কের মোড়, মডার্ন মোড়, দর্শনা, টার্মিনাল ও সাতমাথায় একযোগে স্তব্ধ কর্মসূচি পালিত হয়।


সিটি করপোরেশন ভবনের প্রধান ফটকের সামনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে ‍‍`স্তব্ধ কর্মসূচি‍‍` উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় সংগীতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।

এ সময় নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘চলতি বাজেটে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর মহানগরীসহ পুরো বিভাগের ৫টি জেলার ২৯টি পয়েন্টে পাঁচ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করেছি। প্রতিবছর তিস্তা নদীর ভাঙনে নদীপারের মানুষের ভিটেমাটি সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। যদি নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে ভাঙনের কবল থেকে রক্ষা পাওয়াসহ মঙ্গাপীড়িত মানুষের জীবন-জীবিকা পরিবর্তন হবে।’

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘যদি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন হয়, তাহলে তিস্তা মহাপরিকল্পানাও বাস্তবায়ন সম্ভব। চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রংপুরের ৫টি জেলার মানুষের ওপর দৃষ্টি রেখে বাস্তবায়নের দাবি জানাই। এ বাজেটে যদি বাস্তবায়ন না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।’


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ