• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে লাল ব্রিফকেস নিয়ে সংসদের পথে অর্থমন্ত্রী

প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৫:১৩ পিএম

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে লাল ব্রিফকেস নিয়ে সংসদের পথে অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদের উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে লাল ব্রিফকেস নিয়ে গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে সবাইকে প্রাধান্য দেয়া হয়েছে। এবারের বাজেট হবে গরিববান্ধব।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের প্রতিপাদ্য ‍‍`উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা‍‍`।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

 

জেকেএস/

আর্কাইভ