প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৫:০২ পিএম
মূল্যস্ফীতি কমানোর চ্যালেঞ্জ নিয়ে আসছে নতুন বাজেট। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখতে চায় সরকার।
২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার ( ১ জুন) বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ অঙ্ক চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরেছে ৫ লাখ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরের বড় অঙ্কের প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা ধরা হলেও ঘাটতি থেকে যাবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা; বৈদেশিক সংস্থান ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি টাকা।
এতে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকা প্রস্তাব করা হবে।
এছাড়া উন্নয়ন বাজেট হবে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার; আর অনুন্নয়ন বাজেট ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা।
সর্বোচ্চ বরাদ্দে এবারও অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাত।
জেকেএস/