• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রবাসী নিহত

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:৪১ পিএম

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রবাসী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালে চুয়াডাঙ্গা সদরের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে ও ব্রুনাইপ্রবাসী।


চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে শান্তি বাড়ি থেকে মোটরসাইকেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে সরোজগঞ্জ বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় সরোজগঞ্জ ছয়মাইলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।’


এডিএস/

আর্কাইভ