প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:২০ পিএম
রাজধানীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) যৌথ আয়োজনে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) আয়োজিত এ সিম্পোজিয়ামটির মূল বিষয় ছিল ‘টেকসই উন্নয়নের জন্য উন্নত কার্যকরী এবং স্মার্ট উপাদান।’
সিম্পোজিয়ামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উদ্বোধনী বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে এসঅ্যান্ডটি সহযোগিতার কথা তুলে ধরে বলেন, সমগ্র বিশ্ব যখন উন্নত অর্থনীতির সারিতে যোগদান করতে আগ্রহী, সেখানে ভারত ও বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে ঘনিষ্ঠ সম্পৃক্ততাকে উন্নীত করার মূল্য ও প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ‘দুটি দেশের সহযোগিতা এমন সমাধান বয়ে আনতে পারে, যা আমাদের সামাজিক প্রতিবন্ধকতাসমূহকে মোকাবিলা করবে। আমাদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণ করে এমন ধারণা তৈরি করতে পারে, যা বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনে উন্নয়নশীল দেশ হিসেবে অনন্য দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।’
এডিএস/